Wednesday, August 10, 2011

স্নেহের আঁতোয়ানেৎ -- সুনন্দ

তুমি বিষ  খাওনা জানি,
সে তোমার ঔদার্য।
আমি নয়  বন্য প্রাণী,
শুঁকলেও  রাগ করছ?
মাইরিভালই খেতে-
নেশা হয়, একটুখানি-
খোঁয়ারি? মরণযাপন;
ভ্রান্তির মাসুল গেঁথে।
এত দাম তুচ্ছ নেশার,
তবু কেন নীলকন্ঠ?
বেশ তো ভালই ছিলাম,
কবে সব গরল হলো?
গর্দানে   শেকল-মালা
তদ্দিনে কামড় বসায়
বিষ-দাঁত সবার গজায়,
কেউ কেউ বর্ম পরে।
তুমি বিষ খাওনা জানি,
সে বিলাস তোমায় মানায়,
যত হই তুচ্ছ প্রাণী
ও কি কেউ সাধ করে খায়?

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই