আমাদের কথা


"একজনে ছবি আঁকে একমনে, ও রে মন, আরেক জনে বসে বসে রঙ মাখে, ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা..."



 সে অনেক কথা, ছোট্ট করে বলি... চেখে দেখিনি এমন জিনিস খুব কম আছে... হেঃ হেঃ... খাচ্ছি- দাচ্ছি, বন্ধু-বান্ধব নিয়ে চরে বেড়াচ্ছি, আর ‘কথা’ হল গিয়ে তার রোজনামচা।
আমি কিন্তু খুব সিরিয়াস, ‘কথা’ কে সকালে ঘুম থেকে তোলা থেকে রাত্রে ঘুম পাড়ানো... সবই করি নিখুঁত পারদর্শিতায়। ডিকশনারি পকেটে নিয়েই ঘুরি, আমার সুনাম…… ‘কথা’-র সবচেয়ে কড়া editor। 
 আমি ভালোবাসি ব্লগ সাজাতে, তেরো পার্ব্বণের থিম থেকে লোগো-রহস্যভেদ ... সবই করি অনায়াসে। এদিকে সবাই রঙ চড়িয়ে আমায় শিল্পী বলে।
কথার সবচেয়ে ফাঁকিবাজ কর্মী, কিন্তু বিজ্ঞাপনের কাজ করি চুটিয়ে। নতুন post–র প্রচারে দেওয়াল লিখন...... ওটা আমার দায়িত্ব

Facebook-র পাতা দেখভালের ভার আমার, তবে দরকারে সবেতেই আমি second fiddle. আর লেখালেখির ব্যাপারে আমি অবশ্য ......
আমি আবার হেব্বি গুণী। বাংলা পড়ি আর সংস্কৃতি পাড়ায় আড্ডা মারি, আঁতেলদের সঙ্গে ওঠাবসা তো রোজকার ব্যাপার। ও হ্যাঁ, বানান নিয়ে শেষ কথাটা অবশ্য আমাকেই বলতে হয়।




N.B. আপনাদের মতামত আমাদের কাছে খুবই দামি। প্রতিটি post এর নিচে মন্তব্যের জায়গা আছে। পাঠকদের দাবি মেনে আমরা comment moderation বন্ধ করে দিয়েছি। তাই দয়া করে একটু হাত সামলে টাইপ করবেন।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই